ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে অ্যানিমেল জিনোমিক্স ল্যাব উদ্বোধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
বাকৃবিতে অ্যানিমেল জিনোমিক্স ল্যাব উদ্বোধন পশুপালন অনুষদের ডিন অফিসে আয়োজিত সেমিনার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে মলিকুলার পর্যায়ে উচ্চ গবেষণার জন্য অ্যানিমেল জিনোমিক্স অ্যান্ড ব্রিডিং ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে অনুষদের ডিন অফিসের নিচ তলায় ওই ল্যাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।  

পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং ড. মো. মুনির হোসেনের প্রচেষ্টায় ল্যাবটি প্রতিষ্ঠিত হয়েছে।

প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, পিসিআর মেশিন, ইলেক্ট্রোফোরেসিস মেশিন, অটোক্লেভ মেশিনসহ বিভিন্ন উন্নত যন্ত্রপাতি দিয়ে ল্যাবটি সজ্জিত করা হয়েছে। তবে ল্যাবটিকে স্বয়ংসম্পূর্ণ করতে আরও যন্ত্রপাতি প্রয়োজন বলে জানিয়েছেন অধ্যাপক ড. সামছুল আলম ভূঁঞা।

উদ্বোধনের আগে পশুপালন অনুষদের ডিন অফিসে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, সেমিনারে অনুষদীয় শিক্ষক এবং শিক্ষার্থীরা।   

সেমিনারে ড. সামছুল আলম ভূঁঞা বলেন, মলিকুলার (জৈবাণুবিজ্ঞান) পর্যায়ে উচ্চ গবেষণার জন্য এর আগে ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতির যথেষ্ট অভাব ছিল। প্রাণির মলিকুলার পর্যায়ে উচ্চ গবেষণার জন্যই ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন খুব সহজেই অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা গবেষণার কাজে ল্যাবটি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।