ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক জাকারিয়া

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
রাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক জাকারিয়া

রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিষ্ঠার পর এ প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই অধ্যাপক আনন্দ কুমার সাহাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৯৭৩ এর (সংশোধিত) ১৩ (১) ধারা অনুযায়ী রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্যের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন দেশের অন্যতম বিদ্যাপীঠ। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালেয়ের গণ্ডি বৃদ্ধি পেয়েছে। অধ্যাদেশ অনুযায়ী রাবিতে দু’জন উপ-উপাচার্য নিয়োগের বিধান থাকলেও সরকারের কাছে আবেদন না করাই নিয়োগ দেওয়া হয়নি। দু’জন উপ-উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ আরও বেশি গতিশীল হবে। ’

দায়িত্ব বন্টনের বিষয়ে উপাচার্য বলেন, ‘প্রজ্ঞাপনে উপ-উপাচার্যের দায়িত্ব বন্টনের বিষয়ে উপাচার্যকে সিদ্বান্ত নিতে বলা হয়েছে। দু’জন উপ-উপাচার্যের সঙ্গে আলোচনা করে তাদের দায়িত্ব বন্টন করা হবে। ’
 
উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া বাংলানিউজকে বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে আমি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবো। ’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম উপ-উপাচার্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম সহ-উপাচর্য হিসেবে অধ্যাপক আমানুল্লাহ আহমদ ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত ১২ জন উপ-উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অধ্যাপক আনন্দ কুমার সাহা ১২তম উপ-উপাচার্য হিসেবে ১৬ জুলাই ২০১৭ সালে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।