ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
নারায়ণগঞ্জে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। এরমধ্যে পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৩৪ জন। পাস করেছে ১২ হাজার ৭২০ জন। পাসের হার ৬৩ দশমিক ৪৯ ভাগ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এ ফলাফল ঘোষিত হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল বারী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

নারায়ণগঞ্জে ২০১৭ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ২০৩ জন। ওইবছর পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৯২৬ জন। পাস করেছে ১১ হাজার ৯৩৬ জন। পাসের হার ৬৬ দশমিক ৫৮ ভাগ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।