ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে পাসের হার ৫৭.৭৫ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
হবিগঞ্জে পাসের হার ৫৭.৭৫ শতাংশ

হবিগঞ্জ: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগের চার জেলার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলা থেকে মোট ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে আট হাজার ৭৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। পাসের হার ৫৭.৭৫ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় সর্বমোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৩০৬ জন ছাত্রী এবং সাত হাজার ৬৭৪ জন ছাত্র। পাস হওয়া আট হাজার ৭৪ জনের মধ্যে তিন হাজার ৪৭৯ ছাত্র এবং চার হাজার ৫৯৫ জন ছাত্রী।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জনের মধ্যে ছাত্র ২৩ জন এবং ১৪ ছাত্রী।

এদিকে, হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পুরো হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭ শিক্ষার্থী। এরমধ্যে শুধু বৃন্দাবন সরকারি কলেজেরই ৩১ জন। বাকি ছয়জন অন্য প্রতিষ্ঠানের।
 
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, এ বছর বৃন্দাবন সরকারি কলেজ থেকে ১ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৯৫ জন। পাসের হার ৮৭.৮৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।