ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে কমেছে জিপিএ-৫,  আশাতীত সাফল্য পায়নি সেরারা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ময়মনসিংহে কমেছে জিপিএ-৫,  আশাতীত সাফল্য পায়নি সেরারা   ফলাফলের পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ময়মনসিংহ: এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার আশাতীত সাফল্য পায়নি ময়মনসিংহের নামি কলেজগুলো। গত বছরের তুলনায় সেরা কয়েকটি কলেজে কমেছে পাসের হার ও জিপিএ-৫।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। প্রত্যাশিত ফলাফলে অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু।

তবে সব কলেজ ছাপিয়ে ভালো ফলাফলের কৃতিত্ব এবারও ধরে রেখেছে শিক্ষা নগরীর গর্ব শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ।  

জানা গেছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন ৪৯ জন পরীক্ষার্থী। পাস করেছেন সবাই। তবে জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। অথচ গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৫০ জনের মধ্যে ৪৫ জন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪২ জন। পাস করেছেন ১ হাজার ২০৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। এই কলেজে গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ২৯ শতাংশ।  

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৯২৭ শিক্ষার্থী। পাস করেছেন ৮০৩ জন। পাসের হার ৮৬ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। গত বছর এই কলেজে পাসের হার ছিল ৮৮ দশমিক ৯১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ২৭৪ জন।  

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৯৫০ ছাত্রী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯৫ জন। পাস করেছেন ৯৩৩ জন। পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। এই বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছর এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ২৩৮ জন শিক্ষার্থী।  

নটরডেম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৭৭৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৬৮৯ জন। পাসের হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। অথচ গত বছর পাসের হার ও জিপিএ-৫ পেয়েছিলেন ৯৭ দশমিক ৪ শতাংশ ও ১২৪ জন।  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৭৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন। পাস করেছেন ৭শ’ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ। এই কলেজে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯৭ জন শিক্ষার্থী।  

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গত বছরের তুলনায় চলতি বছর জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। এ বছর এই কলেজ থেকে অংশ নেন ৫০৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। মোট পাস করেছেন ৪৯৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।  

রয়েল মিডিয়া কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৬৭০ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাস করেছেন ৫৯৪ জন। পাসের হার ৮৮ দশমিক ৬৬ শতাংশ। এই কলেজে গত বছর ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।  

আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। এ বছর এই কলেজ থেকে অংশ নেন ৭৬৮ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৬৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। পাসের হার ৮৬ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।