ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে কোন জেলায় পাসের হার কত

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
যশোর বোর্ডে কোন জেলায় পাসের হার কত যশোর বোর্ডের সংবা সম্মেলন/ছবি: বাংলানিউজ

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওয়তাধীন খুলনা বিভাগের ১০ জেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে খুলনা এবং সর্বনিম্ন স্থানে রয়েছে মাগুরা জেলা। 

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে খুলনা জেলা, দ্বিতীয় স্থানে যশোর, তৃতীয় স্থানে কুষ্টিয়া, চতুর্থ স্থানে সাতক্ষীরা, পঞ্চম স্থানে বাগেরহাট, ষষ্ঠ স্থানে ঝিনাইদহ, সপ্তম স্থানে চুয়াডাঙ্গা, অষ্টম স্থানে মেহেরপুর, নবম স্থানে নড়াইল এবং সর্বশেষ দশম স্থানে রয়েছে মাগুরা জেলা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাসের হারে যশোর বোর্ডের সেরা খুলনা জেলার ৯৯টি কলেজের ২০ হাজার ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৯৮০ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

দ্বিতীয় স্থান অধিকারী যশোর জেলার ১১৬টি কলেজের ১৯ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৩ দশমিক ৯৫ শতাংশ।

তৃতীয় স্থান অধিকারী কুষ্টিয়া জেলার ৬৭টি কলেজের ১১ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৯৫ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬১ দশমিক ৪২ শতাংশ।

চতুর্থ স্থান অধিকারী সাতক্ষীরা জেলার ৭০টি কলেজের ১১ হাজার ৬৯৩ পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১১ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৫৯ দশমিক ৯৬ শতাংশ।

পঞ্চম স্থান অধিকারী বাগেরহাট জেলার ৪৬ টি কলেজের ৭ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫৩২ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৫৯ দশমিক ৬৭ শতাংশ।

৬ষ্ঠ স্থান অধিকারী ঝিনাইদহ জেলার ৭১টি কলেজের ১৫ হাজার ৫৭৭ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৩০ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৫৭ দশমিক ৯৭ শতাংশ।

সপ্তম স্থান অধিকারী চুয়াডাঙ্গা জেলার ২৩টি কলেজের ৬ হাজার ৮৪৯ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬২৩ জন উত্তীর্ণ হয়েছে । এ জেলার পাসের হার ৫৩ দশমিক ৯০ শতাংশ।

অষ্টম স্থান অধিকারী মেহেরপুর জেলার ১৯টি কলেজের ৪ হাজার ০১ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০৮ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।

নবম স্থান অধিকারী নড়াইল জেলার ২৪ কলেজের ৫ হাজার ৬০৯ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৪৮ জন। এ জেলার পাসের হার ৫২ দশমিক ৫৬ শতাংশ।

সর্বশেষ দশম স্থান অধিকারী মাগুরা জেলার ৩৮ কলেজের ৬ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২শ' জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৪৯ দশমিক ৪০ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।