ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ যশোর শিক্ষা বোর্ড (ফাইল ফটো)

যশোর: যশোর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানান।

তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০ জেলার কলেজগুলো থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফলাফলে ৬৬ হাজার ২৫৮ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।