ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

অডিওবার্তায় ঢাবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
অডিওবার্তায় ঢাবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়: অডিওবার্তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার কামরুল হাসান জিডিটি করেন। যার নম্বর ৯৭১।



জিডিতে বলা হয়, দুপুর ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইলে একটি অডিওবার্তা পাঠানো হয়েছে। যেখানে প্রক্টর অধ্যাপক রব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গালিগালাজ করে প্রক্টরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, সহকারী প্রক্টরের ফোনে একটি অডিওবার্তায় হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় জিডি করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে এ বিষয়ে জানার জন্য ফোন দেওয়া হলেও কলটি রিসিভ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।