ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে নিয়োগ পেলেন ৩৭ শিক্ষক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
ইবিতে নিয়োগ পেলেন ৩৭ শিক্ষক

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগে ৩৭ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে আইসিটি সেলে তিনজন কর্মকর্তার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভা শেষে বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ তথ্য জানান।

তিনি জানান, বেলা ১১টা থেকে অনুষ্ঠিত  সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত প্রার্থীদের অনুমোদন. একনেক ও শিক্ষা মন্ত্রণালয়ে পাস হওয়া ৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাস হওয়া অর্গানোগ্রাম পর্যালোচনা উল্লেখযোগ্য।  

সিন্ডকেট সভায় ১০টি বিভাগে ৩৭ জন শিক্ষক চূড়ান্ত অনুমোদন পায়। এর মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন, ফোকলোর স্টাডিজ বিভাগে তিনটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে তিনজন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিই) বিভাগে দুইটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে দুইজন,  ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীত চারজন, ফার্মেসি বিভাগে শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন শিক্ষক নিয়োগ অনুমোদন দেওয় সিন্ডিকেট।

এছাড়াও সিন্ডিকেট সভায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন, হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগে চারটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে চারজন এবং আইসিটি সেলে তিনটি শূন্য পদের (প্রভাষক) বিপরীতে তিনজন কর্মকর্তার নিয়োগ অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।