ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ববিতে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
ববিতে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার 

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে রিসার্চ সেলের তত্ত্বাবধায়নে ও বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।

 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, পরিচালক এবং বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলা বিভাগের পক্ষ থেকে মুখ্য আলোচককে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।