ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুরে ছাদ ধসে ২ শিক্ষার্থী আহত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
রংপুরে ছাদ ধসে ২ শিক্ষার্থী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের মুন্সিপাড়ার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারীরিক শিক্ষা পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- জেসমিন আক্তার ও শাহানা আক্তার। তারা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন নাহার বাংলানিউজকে বলেন, দুপুরে অর্ধবার্ষিক পরীক্ষার শারীরিক শিক্ষা পরীক্ষা চলছিল। দায়িত্বরত শিক্ষিকা একেকজন করে কক্ষে ঢুকে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা শেষের দিকে হঠাৎ ছাদের একটি অংশ ধসে পড়ে। ভাগ্যক্রমে সেখানে মাত্র দু’জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। ধসে পড়া অংশ জেসমিন ও শাহানার মাথায় পড়লে তারা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রমেকে ভর্তি করা হয়।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা বাংলানিউজকে বলেন, ভবনের ছাদের রডের টেম্পার নষ্ট হয়ে যাওয়ার পরেও সেখানে সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছিল। যার ফলে ছাদের প্রায় ৮০-১০০ বর্গফুট আয়তনের একটি অংশ ধসে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।