ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা আন্দোলন নিয়ে ঢাবিতে ফের তদন্ত কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
কোটা আন্দোলন নিয়ে ঢাবিতে ফের তদন্ত কমিটি কোটা আন্দোলনে শিক্ষার্থীরা (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে ফের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত কতিপয় অনাকাক্ষিত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।  

এতে আরও বলা হয়, ঢাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নিরাপত্তা সমুন্নত রাখতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পরিবার ও সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।