ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি স্মারকলিপি দিচ্ছেন ছাত্রজোটের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

রাবি: সন্ত্রাস-সহিংসতা ও দখলদারিত্ব মুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। 

উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা স্মারকলিপিটি গ্রহণ করেছেন।  

রোববার (৮ জুলাই) দুপুর ১২টায় ছাত্রজোটের নেতাকর্মীরা এ স্মারকলিপি দেন।

তাদের অন্য দাবিগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শাস্তিমূলক ব্যবস্থা, হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুলিশি হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া।

স্মারকলিপি গ্রহণ করে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘উপাচার্যের পক্ষে আমি স্মারকলিপি গ্রহণ করেছি। আমরা এ ব্যাপারে আলোচনা করবো। ’

স্মারকলিপিতে নেতাকর্মীরা উল্লেখ করেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা শিক্ষাঙ্গনের পরিবেশকে বিনষ্ট করছে। এতে ক্যাম্পাসের সবাই আতঙ্কিত। এছাড়াও আন্দোলনকারীদের ওপর পুলিশি হয়রানির ঘটনাও ঘটেছে। যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ভুলুণ্ঠিত করছে। ’

স্মারকলিপি দেওয়ার সময় প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও রাবি ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন, রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।