ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
রাবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে শুক্রবার (৬ জুলাই)। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বেলুন-ফেস্টুন, পায়রা এবং পতাকা উত্তোলন করে রাবি উপাচার্য এ কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।