ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে তিনি যোগদান করেন।

যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রফেসর মো. জালাল উদ্দিন ১৯৮১ সালের ১৫ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ প্রায় ৩৪ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় প্রফেসর মো. জালাল উদ্দিন সমাজকর্ম বিভাগের সভাপতি, শাহমখদুম হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বর্তমান ট্রেজারারকে চার বছর মেয়াদে নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।