ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
রাবির ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ অর্থবছরে জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বুধবার (২৭ জুন) রাতে বিশ্ববিদ্যালযের ৪৮১তম সিন্ডকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন।

অধ্যাপক এম এ বারী জানান, ২০১৮-১৯ অর্থবছরে জন্য ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে সিন্ডিকেট সভায়। ইউজিসি এ বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত বাজেট অনুমোদন দিবেন। তবে ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় বাজেট প্রস্তাবের পরিমাণ কমেছে ৬৭ কোটি টাকা।  

২০১৬-১৭ সালে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ৪৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিলো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।