ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদনের সময় বৃদ্ধি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় আগামী ৩ জুলাই এবং নিশ্চয়নের ৫ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ৩ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওযেবসাইট (www.admissions.nu.edu.bd) থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।