ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে খুবি খুলছে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
ছুটি শেষে খুবি খুলছে রোববার

খুলনা: গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রোববার (২৪ জুন) খুলছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে।

শনিবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২০ জুন (বুধবার) সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এরইমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।

উল্লেখ্য  ২৭ মে থেকে ২১ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা,  জুন ২৩, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।