ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ঈদের নামাজের সময়সূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
ঢাবিতে ঈদের নামাজের সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঈদুল ফিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব  ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ নাজির মাহমূদ ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় এবং শহীদুল্লাহ হল মেইন গইট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতর-এর জামাত দুটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।