ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভারতে গণমাধ্যম বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৮
ভারতে গণমাধ্যম বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ছবি: প্রতীকী

ঢাকা: গণমাধ্যম অধ্যয়নে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে ভারত সরকার। এখন থেকে ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আওতায় বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (০৭ জুন) ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চারটি বিষয়ে বিদেশি শিক্ষার্থীরা এক বছর মেয়াদের সার্টিফিকেট কোর্সে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ পাবেন।

বিষয়গুলো হলো ডিরেকশন, ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত। এটি ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত।

ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ জুন।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে http://ftiindia.com/Admission_2018_For.html ওই ওয়েবসাইট থেকে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।