ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সিকৃবি অনির্দিষ্টকাল বন্ধ, হল ত্যাগের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
সিকৃবি অনির্দিষ্টকাল বন্ধ, হল ত্যাগের নির্দেশ

সিলেট: অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগের দুই গ্রপের উত্তেজনার কারণে অনির্দিষ্টকালের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকাল সাড়ে ৫টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করতে ও শুক্রবার (১ জুন) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।


 
বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে পূর্বনির্ধারিত বিভিন্ন ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।