ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির নয়া প্রোভিসিকে কুবি ভিসির শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৮
ঢাবির নয়া প্রোভিসিকে কুবি ভিসির শুভেচ্ছা ঢাবির নয়া প্রোভিসিকে শুভেচ্ছা জানাচ্ছেন কুবি ভিসি

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কুবির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

মঙ্গলবার (৩০ মে) ঢাকাস্থ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো অফিসে ৬৮তম সিন্ডিকেট সভায় এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ড. এ কে এম মঈনুল হক মিয়াজী, কুমিল্লা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির সায়াদউল্লাহ খান প্রমুখ।

 

এ সময় তারা ড. মুহাম্মদ সামাদকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মাননা
স্মারক দেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।