ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বাউবির এমপিএইচ-পিজিডিএমইউ প্রোগ্রামে ভর্তির সময় বৃ‌দ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বাউবির এমপিএইচ-পিজিডিএমইউ প্রোগ্রামে ভর্তির সময় বৃ‌দ্ধি

গাজীপুর: ‌বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির সময় ৫ জুন ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (পিজিডিএমইউ) প্রোগ্রামে ভর্তি ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) দুপু‌রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বাউবি’র ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও বগুড়া আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।