ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

৩৯তম বিসিএসের প্রিলি ৩ আগস্ট, ৩৮’র লিখিত শুরু ৮ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৮
৩৯তম বিসিএসের প্রিলি ৩ আগস্ট, ৩৮’র লিখিত শুরু ৮ আগস্ট

ঢাকা: আগামী ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। আর ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (২৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল।

স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন আবেদন করেছেন। ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩শ’ জন এবং পুলিশে ১শ’ জনসহ মোট ২ হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।