ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৮
নীলফামারীতে প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা শুরু প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা শুরু

নীলফামারী: ‘বিতর্কের আলোয় উদ্ভাসিত হোক আগামীর দক্ষ নেতৃত্ব’ এই স্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে তিনদিনের দক্ষ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা। 

শনিবার (২৬ মে) সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। নীলফামারী ডিবেট ফেডারেশন এর আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন- মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক প্রহল্লাদ চন্দ্র দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম।

ডিবেট ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জাহানারা রহমান, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আসমা রহমান, ডিবেট ফেডারেশনের উপদেষ্টা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা প্রমুখ।
 
ডিবেট ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, কর্মশালায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিতর্ক পরিষদের ১৫০ জন বিতর্কীক অংশ নেন। কর্মশালা চলবে আগামী সোমবার (২৮ মে) বিকেল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।