ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে বিপাকে বরিশালের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে বিপাকে বরিশালের শিক্ষার্থীরা বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: রেজিস্ট্রেশন কার্ড না আসায় বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (২০১৬-১৭) সেশনের কয়েক হাজার শিক্ষার্থী।

প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ- জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ সেশনের অনার্স প্রথম বর্ষের দ্বৈত ভর্তি বাতিলের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার ৭শ’ টাকা ধার্য করেছে কর্তৃপক্ষ।

তাদের দাবি পূর্বের সেশনের ভর্তি বাতিল করেই পরের সেশনে ভর্তি হয়েছেন তারা। এসময় কলেজ কর্তৃপক্ষও তাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কলেজ থেকে ভর্তি বাতিল করা হয়নি। এ কারণে রেজিস্ট্রেশন কার্ড আসেনি। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী প্রতি ১০ হাজার ৭’শ টাকা ধার্য করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।