ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল/ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।

রোববার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের এসে শেষে হয়।



মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল অতিদ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।