ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে প্রশ্নফাঁস মামলায় যুবকের ৫ বছর দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ১০, ২০১৮
রাজশাহীতে প্রশ্নফাঁস মামলায় যুবকের ৫ বছর দণ্ড

রাজশাহী: রাজশাহীতে প্রশ্নফাঁস মামলায় আলমাস উদ্দিন নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলমাস উদ্দিন চারঘাট মিলিকগওড়া গ্রামের আলম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১০ মে) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) বিচারক মো. সাইফুল ইসলাম এ কারাদণ্ড দেন।

২০১৪ সালের ৫ মে চারঘাট সদরে এইচএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র ফাঁস মামলায় অপরাধ প্রমাণিত হওয়া বিচারক পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ সালের ৪ ধারায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ মে চারঘাট সদরে এইচএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্ন ফটোকপি করে বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওই তার কাছ থেকে কাগজের ওপর হাতে লেখা চার পাতা প্রশ্নপত্র জব্দ করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় পাবলিক পরীক্ষা আইনে মামলা করেন চারঘাট থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন।

পরে আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়। চার বছর পর আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।