ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ছুটি শুরু বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ৯, ২০১৮
রুয়েটে ছুটি শুরু বৃহস্পতিবার

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন ও রমযানের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ মে)।

বুধবার (৯ মে) সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দফতরের উপ-পরিচালক জিএম মর্তূজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন ও রমযানের ছুটি ১০ মে থেকে শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত থাকবে।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ১৯ মে থেকে পবিত্র রমযানের ছুটি শুরু হবে। এ সময়ে সকল ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচি মোতাবেক পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

রমযানের অবকাশকালীন সময়ে সকল প্রশাসনিক কার্যক্রম ও অফিস সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। ছুটি শেষে আগামী ২৩ জুন সকল ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।