ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

৪৪ মেধাবীকে বৃত্তি দিলো বিআইএ ফাউন্ডেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ৯, ২০১৮
৪৪ মেধাবীকে বৃত্তি দিলো বিআইএ ফাউন্ডেশন বিআইএ ফাউন্ডেশনের বৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে

ঢাকা: বিমা পরিবারের ৪৪ জন মেধাবীকে বৃত্তি দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ফাউন্ডেশন।

বুধবার (৯ মে) রাজধানীর পুরানা পল্টনের বিআইয়ের কনফারেন্স কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী ও বিআইয়ের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন মেধাবীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন।

এতে বিমা পরিবারের ৪৪ জন মেধাবী সন্তানকে মোট সাড়ে ৬ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়।


 
এসময় আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদ, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদসহ বিআইয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।