ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মে ৯, ২০১৮
জাবিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বুধবার (০৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক শাকিল বলেন, ‘কোটা বাতিলের গেজেট নিয়ে টালবাহানা চলছে।

আমরা ৭ মে পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে কোনো গেজেট প্রকাশ হয়নি। তাই আমরা ছাত্র সমাজ দ্রুত সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি করছি।

তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে না। ততদিন আমাদের আন্দোলন চলবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।