ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মাগুরা জেলার শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ৬, ২০১৮
মাগুরা জেলার শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়

মাগুরা: জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে জেলায় শীর্ষে অবস্থান করছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে মোট ২৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এরমধ্যে পাশ করেছে ২৩৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩, এ গ্রেডে ১০৬ জনসহ অন্যান্য গ্রেডে পাশ করেছে ১৮৫ জন।

পাশের হার শতকরা ৯৩.৩৬ ভাগ।

এদিকে, সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৩২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। পাশের হার ৭৬.৭৪ শতাংশ।

তবে পাশের হারের দিক দিয়ে জেলায় সবচেয়ে শীর্ষে রয়েছে শুভেচ্ছা স্কুল। এখান থেকে ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন ও এ গ্রেডে পাশ করেছে ২৩ জন অন্যান্য গ্রেডে পাশ করেছে ১৭ জন। পাশের হার ৯৮.০৭ ভাগ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।