ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫  শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির গৌরভ অর্জন ফেনী গালর্স ক্যাডেট কলেজের

ফেনী: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফেনী গালর্স ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির গৌরভ অর্জন করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। 

অপরদিকে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে এবার ৩শ’ ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে একজন। জিপিএ-৫ অর্জন করেছে ১শ’ ৩৫ জন।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২শ’ ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২শ’ ৩৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেন ১শ’ ২৪ জন।

এছাড়া শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ৪শ’ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪শ’ ৪৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ লাভ করেন ৬৫ শিক্ষার্থী।  

অপরদিকে দাখিল পরীক্ষায় শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ২শ’ ১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করে ১শ’ ৯৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১৩ জন।  

ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় ১০৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ জন। এ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার বেড়েছে। ফেনীতে পাশের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। শিক্ষার্থীরা মনোযোগী হলে জিপিএ-৫ এর সংখ্যা ভবিষ্যতে বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।