ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ৬, ২০১৮
বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৬২ জন। যা গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গতবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ২২৪ জন।

এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৬১ জন ছেলে এবং ১ হাজার ৮০১ জন মেয়ে।

রোববার (৬ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল শিক্ষা বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৪ শিক্ষার্থী। মানবিক বিভাগে ১০৬ ও বানিজ্য বিভাগে পেয়েছে ১২৮ শিক্ষার্থী।

এবার বরিশাল শিক্ষাবোর্ডে মোট পাশের হার গিয়ে দাড়িয়েছে ৭৭ দশমিক ১১ শতাংশ, যা গত বছর ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।