ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৮১৪ জন অকৃতকার্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ৬, ২০১৮
কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৮১৪ জন অকৃতকার্য 

কুমিল্লা: এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৫ হাজার ৮শ’ ১৪ জন অকৃতকার্য হয়েছে।

রোববার (০৬ মে) দুপুরে বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

শহিদুল ইসলাম জানান, এবার এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোনো পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

ভাল ফলাফলে জন্য এ জন্য আমরা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭শ’ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান মতবিনিময় সভা করেছি।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লাখ ১ হাজার ৪৭১ জন। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।