ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে বাগেরহাটে সরকারি বালক বিদ্যালয় এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মে ৬, ২০১৮
এসএসসিতে বাগেরহাটে সরকারি বালক বিদ্যালয় এগিয়ে

বাগেরহাট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বাগেরহাটে জিপিএ ৫ ও পাশের দিক দিয়ে সরকারি বালক বিদ্যালয় প্রথম স্থানে রয়েছে। এরপরেই রয়েছে সরকারি বালিকা বিদ্যালয়।

বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, বিদ্যালয়টিতে এবার ১৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে ১৭৭ জন পাশ করেছে।

জিপিএ ৫ পেয়েছে ৫০, এ গ্রেড ৮২, এ মাইনাস ৩১ এবং বি গ্রেড পেয়েছে ১৪ জন। ফেল করেছে দুইজন।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস বাংলানিউজকে বলেন, চলতি বছরে এ স্কুল থেকে ২৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ২৩২ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৭, এ গ্রেড ১১২, এ মাইনাস ৪৩, বি গ্রেড ২৩, সি গ্রেড পেয়েছে সাত জন এবং ফেল করেছে ২৪ জন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।