ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নবীনবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে প্রতিবন্ধীদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) রাবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা নবীন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বাংলাদেশ অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। তবে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধীরা কারও অনুকম্পা বা সহানুভূতি নয়, বরং তাদের স্বাবলম্বী হয়ে বাঁচতে হবে।

সংগঠনের রাবি শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক রেদওয়ানুর রহমান, পিডিএফের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কিরণ, রাবি শাখার প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।