ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মিটুল কুমার কুণ্ডু, মো. রায়হান হোসেন, মো. আবদুর রহিম সিয়াম ও মো. সাজিদ হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে ওই চার শিক্ষার্থীর নেতৃত্বে দু’গ্রুপে বিভক্ত হয়ে মারামারি, হলের কক্ষ ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করা হয়।

এ সময় তারা অস্ত্র ব্যবহার করে অনেক শিক্ষার্থীকে আহত করেন। এ কারণে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।