ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
রাবিতে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু পথনাট্য উৎসব উপলক্ষে শোভাযাত্রা।

রাবি: ‘আমরা চলেছি আলোর পথে, মানুষের কথা বলি নাটকের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) উদ্দেগে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে রুডার সাবেক সহ-সভাপতি কামাল হোসেন এ পথনাট্য উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় রাকসু ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।  

এসময় উপস্থিত ছিলেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী বজলুর রহমান বাদল এবং রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রুডার সভাপতি আকাশ কুমার প্রমুখ।

২৬-২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নাটক মঞ্চায়িত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।