ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মারধরের অভিযোগে জবিতে শিক্ষার্থী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
মারধরের অভিযোগে জবিতে শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: মারধরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. সিয়াম আহমেদ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীর আইডি # ১৬০৪০৪০৭৫।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে এ তথ্য জানা যায়।

 

জানা যায়, গত ১২ এপ্রিল জবির সামাজিক বিজ্ঞান-১ ভবনের রেভেনাস ক্যান্টিনে খাবার নিয়ে সিয়াম সঙ্গে কথা কাটাকাটি হয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলামের। একপর্যায়ে সিয়াম ক্ষিপ্ত হয়ে আরিফুলকে (আইডি # ১৪০৪০৭০০৭)মারধর করেন।

পরে প্রক্টর অফিসের মাধ্যমে সিয়ামের বিচার দাবি করেন আহত আরিফুল। আরিফুলের অভিযোগ আমলে নিয়ে বুধবার (২৫ এপ্রিল) সাময়িক বহিষ্কারের অফিস আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।