ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে আইকিউএসি’র সুশাসন বিষয়ক কর্মশালা 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
শাবিপ্রবিতে আইকিউএসি’র সুশাসন বিষয়ক কর্মশালা  সুশাসন বিষয়ক কর্মশালা। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সুশাসন বিষয়ক কর্মশালা। 

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।  

এছাড়া কর্মচারীদের সময়মতো অফিসে আসার এবং সততার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সবার জন্যই আবাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন।  

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কর্মশালাটি শেষ হয় সন্ধ্যায়।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।