ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে কর্মশালা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে কর্মশালা 

ঢাকা: চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো ‘তথ্যে তথ্যে আগামীর ক্যারিয়ার’ নামক কর্মশালা।

রোববার (২২ এপ্রিল) সংশ্লিষ্টদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার (২১ এপ্রিল) বন্দরনগরীর জামালখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  ইউএসএআইডি ও ফানুসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে ক্যারিয়ারকির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন মুনতাসির কবির। এ সময় তিনি বর্তমান ক্যারিয়ার জগতে প্রবেশ ও টিকে থাকার কৌশল নিয়ে আলোচনা করেন।

২য় পর্বে ছিলো সাইকোমেট্রিক টেস্ট-একটি অনলাইন পরীক্ষা যার উদ্দেশ্য উপস্থিত সবার ব্যক্তিত্ব যাচাই করা।  

প্যানেল ডিস্কাশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ কর্মশালায় সদস্য হিসেবে ছিলেন র‍্যাংক্স এফসি প্রোপার্টিজ লিমিটেডের সিইও তানভির শাহরিয়ার, বিএসআরএমএর ট্যালেন্ট অ্যাকুইজিশনের ইনচার্জ মো. মামুনুর রহমান, র‍্যাংকন ইলেক্ট্রনিক্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার ফারাহ সুলতানা শহীদ এবং রিজেন্সি গার্মেন্টস লিমিটেডের ডেপুটি হেড অফ এইচআর ডিপার্টমেন্ট মিজানুর রহমান।  

এ সময় তারা সমানভাবেই জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের প্রতি সবাইকে অনুপ্রাণিত করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএসএস এর অ্যাডভাইজার বিশ্ববিদ্যালয়ের লেকচারার সায়ীদ হাসান এবং চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।