ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রীরা হলে ফিরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে: প্রভোস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ছাত্রীরা হলে ফিরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে: প্রভোস্ট কবি সুফিয়া কামাল হল

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে ‘বের করে দেওয়া’ তিন ছাত্রী হলে ফিরেছেন বলে দাবি করেছেন প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানা রহমান। 

শুক্রবার (২০ এপ্রিল) রাতে হল প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানা রহমান সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

রাতে বাংলানিউজকে তিনি বলেন, হল থেকে কাউকে বের করে দেওয়া হয়নি।

কাউন্সিলিংয়ের জন্য অভিভাবকদের কাছে পাঠানো হয়েছিল। তারা এখন হলেই আছে। নিশ্চিন্তে ঘুমোচ্ছে।

হলের অনার্স চতুর্থবর্ষের এক ছাত্রী বাংলানিউজকে বলেন, বের করে দেওয়া তিন ছাত্রীর মধ্যে দু’জন হলের ফুটবল খেলায় অংশ নিতে আসেন। তাদের নিয়ে হল প্রশাসন রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিটিং করেন। সেখানে ফিরে আসা এক ছাত্রী বলেন, ‘আমি হলেই আছি আপুরা গুজবে কান দেবেন না। '

বাকি একজনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে আতংকে হলছাড়া অনেক ছাত্রী এখনো ফেরেননি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে হল প্রশাসন অভিভাবক ডেকে এনে বেশ কয়েকজন ছাত্রীকে রাতে বের করে দেয়। এ ঘটনার প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ ও ছাত্রীদের সম্মানের সঙ্গে হলে ফেরানোর দাবি জানিয়ে বিক্ষোভও করেন।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।