ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুলনা ও রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
খুলনা ও রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

ঢাকা: রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনায় খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই অনুমোদনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৯৯টিতে। অনুমোদন পাওয়া দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।

কাজী রফিকুল আলম ঢাকায় আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্বত্ত্বাধিকারী।
 
অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দু’টি খুলনার সোনাডাঙ্গা এবং রাজশাহীর কাজলায় প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  
 
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আরো অন্তত এক ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বর্তমানে ৯৫টি একাডেমিক কার্যক্রম চালাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।