ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খাবারে তেলাপোকা, রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
খাবারে তেলাপোকা, রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর রাবির নবাব আব্দুল লতিফ হলের খাবারে তেলাপোকা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ডাইনিংয়ের আসবাবপত্র ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৫ এপ্রিল) দুপুরের খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালায়। পরে তারা প্রাধ্যক্ষের কার্যালয় ও হল গেটে তালা ঝুলিয়ে হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন সময় খাবারের মান বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ১৩টি দাবি জানান। রাবির নবাব আব্দুল লতিফ হলের বাথরুমে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ।  ছবি: বাংলানিউজশিক্ষার্থীদের দাবি- হলের খাবারের মান বৃদ্ধি করা, হলের অভ্যন্তরে পর্যাপ্ত ডাস্টবিন ও পরিষ্কার রাখা, গোসলখানা ও টয়লেট আধুনিকায়ন, গেমস্ রুমে পর্যাপ্ত খেলার সরঞ্জামাদির ব্যবস্থা, রিডিং রুমের ব্যবস্থা, পত্রিকা রুম সংস্কার, ইন্টারনেট সমস্যা সমাধান, হল কর্মকর্তা কর্মচারীদের শোভনীয় আচরণ, টিভি রুম সংস্কার, মসজিদের মাইক ও অজুখানা সংস্কার, হলের সৌন্দর্য বৃদ্ধিকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় এখানে তারা কম সুবিধা পান। ডাইনিংয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। রাত আটটা বাজলে খাবার ফুরিয়ে যায়, হলে নেই কোনো আধুনিকায়নের ব্যবস্থা। এছাড়া হলের টয়লেটের বেহাল দশা, হলে রিডিং রুম নেই, ফলে লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ বিপুল কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।