ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে কুবির শিক্ষার্থীদের অবস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে কুবির শিক্ষার্থীদের অবস্থান পূবালী চত্বরে শিক্ষার্থীদের অবস্থান

কুবি: সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা শহরের পূবালী চত্বর ও আশপাশের এলাকা অবরোধ করে রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), ভিক্টোরিয়া কলেজ, সরকারি মহিলা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে কুমিল্লার শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন।

পূর্ব কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশগ্রহণ করেন।

এদিকে, আন্দোলনকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।