ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি 

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি  কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি 

বাকৃবি (ময়মনসিংহ): কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও সারাদেশে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সমবেত হন।  

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ করছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসআই

** শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।