ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির প্রধান ফটকে ২ সহস্রাধিক শিক্ষার্থীর অবস্থান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
শাবিপ্রবির প্রধান ফটকে ২ সহস্রাধিক শিক্ষার্থীর অবস্থান শাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন কমপক্ষে দুই সহস্রাধিক শিক্ষার্থী।

বুধবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা।

কোটা সংস্কার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা গেছে।

এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।