ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢামেকে আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন ঢাবি উপাচার্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
ঢামেকে আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন ঢাবি উপাচার্য ঢামেকে আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন ঢাবি উপাচার্য-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) যান। তিনি ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন।

এসময় অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের ভালোভাবে চিকিৎসা দিতে বলেছি। তারাও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। গুরুতর আহত দুইজনকে কেবিনে নিতে বলেছি।

মামলার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮ 
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।