ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী

মানিকগঞ্জ: ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হলো মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ২৫ জন অনিয়মিয়ত এইচএসসি পরীক্ষার্থীকে। 

সোমবার (৯ এপ্রিল) ওই ২৫ জন শিক্ষার্থীর আইসিটি পরীক্ষা নেওয়া হয়। তাদের পরীক্ষার প্রশ্ন হওয়ার কথা ছিলো ২০১৪-১৫ সালের সিলেবাস অনুযায়ী।

কিন্তু হল কর্তৃপক্ষের ভুলের কারণে তাদেরকে ২০১৬-১৭ সালের নতুন  সিলেবাস অনুয়ায়ী পরীক্ষা দিতে হয়।  

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থীরা এ অনিয়মের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরারবর অভিযোগ করেন।  

অভিযোগকারী পরীক্ষার্থীরা জানান, ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি পরীক্ষার হল রুমের দায়িত্বে থাকা শিক্ষককে জানানো হলেও তিনি কোন ব্যবস্থাগ্রহণ করেননি। বরং, এ বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে নিষেধ করেন তিনি।  

পরীক্ষা শেষে সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমানকে জানায়। তিনিও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরারবর অভিযোগ করেন তারা।  

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়ননি সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সাইদুর রহমান।
 
জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, তিনি একটি অভিযোগ পেয়েছেন এবং তা  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।  

এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য দায়িত্বে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।